Sheikh Mujiber Rokto
ছাপ্পান্ন হাজার বর্গমাইল বাংলাদেশের যেদিকে, যে প্রান্তে তাকাই, সেই বিন্দুতেই দেখতে পাই একজন শেখ মুজিব সাড়ে সাত কোটি বাঙালির সকল দুঃখ, বেদনা ধারণ করে অনন্য নীলকণ্ঠে দাঁড়িয়ে আছেন সগৌরবে। একজন শেখ মুজিব কর্মপ্রেরণা, সংগ্রাম ও ত্যাগের অসামান্য তৃষ্ণায় রক্তের আলপনায় বাংলাদেশকে নির্মাণ করেছেন হাজার বছরের স্বপ্নে। বিচিত্র, বিস্ময়কর জীবনযাত্রা বাঙালির জনকের। প্রাণেরও অধিক ভালোবেসেছিলেন চিরপরাধীন বাঙালিদের। বলেছিলেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, তবুও এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইন্শাল্লাহ...’। তিনি কথা রেখেছিলেন, মুক্তি এনে দিয়েছিলেন পরাধীন বাঙালির দুয়ারে। হাজার বছরের ইতিহাসে শিল্পে-সাহিত্যে-কাব্যে এমন বর্ণিল রঙিন তেজোদীপ্ত মহান বাঙালি আর নেই। দেশের সাধারণ মানুষের সঙ্গে ছিল জনকের নিবিড় গভীর নিঃশব্দ যোগাযোগ। সেই যোগাযোগের সূত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আখ্যানে রেখে কথাসাহিত্যিক মনি হায়দার একক সত্তায় দশটি গল্প লিখেছেন, যা বিরল ঘটনা ও অনন্য শ্রদ্ধার অমূল্য অর্ঘ্য। সাধারণ জনগণ কোন সূত্রে বঙ্গবন্ধুকে ধারণ করে রেখেছেন হৃদমাজারের সৌধে- মমতা, দরদ আর অভিনিবেশের শিল্প প্রকরণে গল্পকার জাগ্রত করে রেখেছেন অপরিসীম দক্ষতায় ‘শেখ মুজিবের রক্ত’ গল্পবইয়ের দশটি গল্পের ভূগোল মানচিত্রে। প্রতিটি গল্প স্বতন্ত্র বৈশিষ্ট্যে পরিপূর্ণ এবং শেখ মুজিবকে বুঝতে জানতে মানতে মনি হায়দারের ‘শেখ মুজিবের রক্ত’ গল্পের বইটি হতে পারে ইতিহাসের নতুন দরজা। ..
- Reward Points: 10
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9496229
- Availability: In Stock
- Author Name: Moni Haider ,
- ISBN: 9789849496229
- Total Pages: 128
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2020
Tags: Sheikh Mujiber Rokto
ছাপ্পান্ন হাজার বর্গমাইল বাংলাদেশের যেদিকে, যে প্রান্তে তাকাই, সেই বিন্দুতেই দেখতে পাই একজন শেখ মুজিব সাড়ে সাত কোটি বাঙালির সকল দুঃখ, বেদনা ধারণ করে অনন্য নীলকণ্ঠে দাঁড়িয়ে আছেন সগৌরবে। একজন শেখ মুজিব কর্মপ্রেরণা, সংগ্রাম ও ত্যাগের অসামান্য তৃষ্ণায় রক্তের আলপনায় বাংলাদেশকে নির্মাণ করেছেন হাজার বছরের স্বপ্নে। বিচিত্র, বিস্ময়কর জীবনযাত্রা বাঙালির জনকের। প্রাণেরও অধিক ভালোবেসেছিলেন চিরপরাধীন বাঙালিদের। বলেছিলেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, তবুও এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইন্শাল্লাহ...’। তিনি কথা রেখেছিলেন, মুক্তি এনে দিয়েছিলেন পরাধীন বাঙালির দুয়ারে। হাজার বছরের ইতিহাসে শিল্পে-সাহিত্যে-কাব্যে এমন বর্ণিল রঙিন তেজোদীপ্ত মহান বাঙালি আর নেই। দেশের সাধারণ মানুষের সঙ্গে ছিল জনকের নিবিড় গভীর নিঃশব্দ যোগাযোগ।
সেই যোগাযোগের সূত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আখ্যানে রেখে কথাসাহিত্যিক মনি হায়দার একক সত্তায় দশটি গল্প লিখেছেন, যা বিরল ঘটনা ও অনন্য শ্রদ্ধার অমূল্য অর্ঘ্য। সাধারণ জনগণ কোন সূত্রে বঙ্গবন্ধুকে ধারণ করে রেখেছেন হৃদমাজারের সৌধে- মমতা, দরদ আর অভিনিবেশের শিল্প প্রকরণে গল্পকার জাগ্রত করে রেখেছেন অপরিসীম দক্ষতায় ‘শেখ মুজিবের রক্ত’ গল্পবইয়ের দশটি গল্পের ভূগোল মানচিত্রে।
প্রতিটি গল্প
স্বতন্ত্র বৈশিষ্ট্যে পরিপূর্ণ এবং শেখ মুজিবকে বুঝতে জানতে মানতে মনি হায়দারের
‘শেখ মুজিবের রক্ত’ গল্পের বইটি হতে পারে ইতিহাসের নতুন দরজা।
He was born on May 1, 1986 in the village of Bothla in Bhandaria upazila of Pirojpur district of greater Barisal. Mother, Fazilatunnesa Pushpa. Father, Tabibur Rahman.Writing started from childhood. The number of books published by children and adults is sixty. Working in Bangla Academy. The source of inspiration is the raw river flowing near the village.
